অনেকে ডিম খাওয়ার পক্ষে বলেন কেউবা ডিম খাওয়ার ঘোর বিরোধী। হয়ত ডিম আপনার খুবপছন্দ কিন্তু বাসায় ডিম শরীরের জন্য ক্ষতিকর বলে সপ্তাহে একদিন বা দুই দিনদিচ্ছে। তবে এবার গবেষণায় বেরিয়েছে নতুন তথ্য। সেটি হল ডিম শরীরের জন্যমোটেই ক্ষতিকর নয়। তাই নতুন এই তথ্যটি বাসায় জানিয়ে দিন আর এখনই প্রতিদিনেরমেন্যুতে রাখুন আপনার প্রিয় ডিম। আর যারা নিজেরা শরীর মুটিয়ে যাবার জন্যডিম খাওয়া প্রায় ছেড়েই দিয়েছেন তারা ডিম খাওয়া শুরু করে দিতে পারেননিশ্চিন্তে। আসুন জেনে নেয়া যাক আপনি কেন ডিম খাওয়া শুরু করবেন-- ডিমের...

